সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নক্ষত্র পতন। চলে গেলেন মৃণাল সেন।

সত্যজিৎ রায়ের পর আরও একটি নক্ষত্র পতন বাংলা তথা ভারতের চলচ্চিত্র জগতের। সত্যজিতের মৃত্যুর ছাব্বিশ বছর পর চলে গেলেন মৃণাল সেন। তাঁর গুণমুগ্ধ পরিচালক শ্যাম বেনেগাল বিবিসিকে অবশ্য বলছেন, "মৃণালদা কিন্তু কখনওই দ্বিতীয় সত্যজিৎ ছিলেন না। তিনি ছিলেন তার মতো করেই অনন্য!" তাঁর মৃত্যুতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন টুইট করেছেন, 'এক অমায়িক, অনন্য ও সৃষ্টিশীল সিনেমাটিক মনের বিদায়!' মৃণাল সেনের 'ভুবন সোম' ছবিতেই যে তিনি জীবনের প্রথম ভয়েস ওভার করেছিলেন, অমিতাভ বচ্চন সে কথাও মনে করিয়ে দিয়েছেন।

চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আনছার উল হক : চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯.১০.১৯২৪ - ২৫.১২.২০১৮)। ছন্দ-শিল্প ও ছন্দ-নৈপুণ্যের অন্যতম জাদুকর হৃদরোগে আক্রান্ত হয়ে কাউকে না জানিয়ে উড়ো পাখির মতো হঠাৎ চলে গেলেন আজ বেলা ১২টা ২৫মিনিটে। আমাদের এই অভিভাবক মোমের নরম আলোর মত সবার মনে জ্বেলে দিয়ে গেছেন শুভবোধের প্রদীপ। নক্ষত্রজয়ী এই কবিকে অন্তরের শ্রদ্ধা জানাই।

সম্মানিত হলেন কথা সাহিত্যিক হুমায়ুন কবির ও কবি সুবোধ সরকার - সৌজন্যে 'উদার আকাশ' পত্রিকা

সংবাদদাতা, কলকাতা: ভারত ও বিশ্বে এই প্রথম উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ ঐতিহাসিক প্রয়াস নিয়ে প্রকাশ করলেন "ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যা ১৪২৫"  নামে একটি বিশেষ সংখ্যা।  "উদার আকাশ" পত্রিকার বিশেষ "ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যা ১৪২৫" প্রকাশ অনুষ্ঠান  শুক্রবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বিশেষ সংখ্যাটি আনুষ্ঠানিক প্রকাশ করলেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ুন কবীর, কবি সুবোধ সরকার 'সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্ঠামন্ডলীর আহ্বায়ক' ও রাজ্য 'কবিতা আকাদেমি’র চেয়ারম্যান। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও 'পুবের কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, শিক্ষাবিদ আমজাদ হোসেন, প্রাক্তন আইপিএস অফিসার মোঃ নিজাম শামীম, পীরজাদা খোবায়েব আমিন, সমাজকর্মী আজাদ মহলদার, কঙ্কন কুমার গুঁড়ি, সমীর কুমার দাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, ডাঃ নাবিলা খান, সাবির আহমেদ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মফিকুল ইসলাম,  স্বনামধন্য সঙ্গীত শিল্পী পলাশ চৌধুরী, মধুশ্রী হাতিয়াল, শিক্ষাবিদ চৌধুরী

বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল কোলকাতা প্রেস ক্লাবে।

গতকাল (২৪/১১/২০১৮) সন্ধ্যায় বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হল কোলকাতা প্রেস ক্লাবে। বিশ্বব্যাপী বাংলা ভাষার লেখক শিল্পীদের পারস্পরিক মৈত্রী, সম্প্রতি, শান্তি প্রতিষ্ঠা ও বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এর লক্ষ্য। ২০১৬ সালের ২৬ এপ্রিল বাংলাদেশের ঢাকায় আনুষ্ঠানিকভাবে এর কার্য্ক্রম শুরু হয়। এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' (১৮৯৮), ভারতীয় সংগীত সমাজ (১৮৯৮)-কে ঐতিহ্য হিসাবে বিবেচনা করে আসছে। পূর্ব ঐতিহ্যকে সম্পৃক্ত করে নবপর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ তাদের কার্যক্রম পরিচালনা করছে। এদিনের এই আলোচনা চক্রের মূল লক্ষ্য ছিল ২০১৯ সালে সর্ববঙ্গীয় লেখক শিল্পী সম্মেলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষার লেখক শিল্পীর 'বিশ্বসভা' অনুষ্ঠিত করার পরিকল্পনা বাস্তবায়নের খসড়া প্রস্তুত ও কমিটি গঠন। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদ
বিশেষ প্রতিবেদন : "উদার আকাশ" পত্রিকার বিশেষ "ঈদ উৎসব ও মহিষাসুর স্মরণ সংখ্যা ১৪২৫" প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার সন্ধ্যা ৫ টায়, কলকাতা প্রেস ক্লাবে। উদার আকাশ বিশেষ সংখ্যাটি প্রকাশ করলেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ুন কবীর, কবি সুবোধ সরকার 'সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্ঠামন্ডলীর আহ্বায়ক' ও রাজ্য 'কবিতা আকাদেমি’র চেয়ারম্যান, রাজ্যসভার সাংসদ ও 'পুবের কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, শিক্ষাবিদ আমজাদ হোসেন, প্রাক্তন আইপিএস অফিসার মোঃ নিজাম শামীম, পীরজাদা খোবায়েব আমিন, সমাজকর্মী মোঃ আবেদ আলি, আজাদ মহলদার, কঙ্কন কুমার গুঁড়ি, সমীর কুমার দাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, ডাঃ নাবিলা খান, সাবির আহমেদ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মফিকুল ইসলাম,  স্বনামধন্য সঙ্গীত শিল্পী পলাশ চৌধুরী, মধুশ্রী হাতিয়াল, শিক্ষাবিদ চৌধুরী হামিদ রৌশন, কুশল মৈত্র সহ প্রত্যেক অতিথিকেই উদার আকাশ পত্রিকার পক্ষ থেকে "উদার আকাশ স্মারক সম্মাননা" প্রদান করা হয় এদিন। কবিতা পড়লেন কবি অরূপ বন্দ্যোপাধ্য

কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে।

গত ঊনত্রিশে অক্টোবর সন্ধ্যায় কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে ছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক সুমিতা চক্রবর্তী ও কথাসাহিত্যিক অমর মিত্র। অনুষ্ঠানের শুরুতে দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা পাত্র। অতিথিদের অভ্যর্থনা জানান কথাসাহিত্যিক অভিজিৎ সেন, স্বপ্নময় চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায় ও রামকুমার মুখোপাধ্যায়। সুস্মিতাকে অভ্যর্থনা জানায় আবৃত্তিশিল্পী চন্দ্রিমা রায়। এইসঙ্গে সিরাজ ও সমীর রক্ষিতের  সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনায় চন্দ্রিমা। সিরাজের সাহিত্য নিয়ে আলোচনা করেন অমর মিত্র আর সমীর রক্ষিতের সাহিত্য নিয়ে সুমিতা চক্রবর্তী। বাংলাদেশেও শিক্ষিত পাঠকদের কাছে সমাদৃত সিরাজ, বলেন তৌফিক হাসান। সবশেষে সভামুখ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়