সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ৯, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে।

গত ঊনত্রিশে অক্টোবর সন্ধ্যায় কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে ছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক সুমিতা চক্রবর্তী ও কথাসাহিত্যিক অমর মিত্র। অনুষ্ঠানের শুরুতে দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা পাত্র। অতিথিদের অভ্যর্থনা জানান কথাসাহিত্যিক অভিজিৎ সেন, স্বপ্নময় চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায় ও রামকুমার মুখোপাধ্যায়। সুস্মিতাকে অভ্যর্থনা জানায় আবৃত্তিশিল্পী চন্দ্রিমা রায়। এইসঙ্গে সিরাজ ও সমীর রক্ষিতের  সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনায় চন্দ্রিমা। সিরাজের সাহিত্য নিয়ে আলোচনা করেন অমর মিত্র আর সমীর রক্ষিতের সাহিত্য নিয়ে সুমিতা চক্রবর্তী। বাংলাদেশেও শিক্ষিত পাঠকদের কাছে সমাদৃত সিরাজ, বলেন তৌফিক হাসান। সবশেষে সভামুখ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়