আনছার উল হক : চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯.১০.১৯২৪ - ২৫.১২.২০১৮)। ছন্দ-শিল্প ও ছন্দ-নৈপুণ্যের অন্যতম জাদুকর হৃদরোগে আক্রান্ত হয়ে কাউকে না জানিয়ে উড়ো পাখির মতো হঠাৎ চলে গেলেন আজ বেলা ১২টা ২৫মিনিটে। আমাদের এই অভিভাবক মোমের নরম আলোর মত সবার মনে জ্বেলে দিয়ে গেছেন শুভবোধের প্রদীপ। নক্ষত্রজয়ী এই কবিকে অন্তরের শ্রদ্ধা জানাই।
বাংলা সাহিত্য - অনলাইন বাংলা ম্যাগাজিন