(০১.০৬.১৯৫৭ - ০২.০৪.২০১৯) বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ছড়াশিল্পী ও গীতিকার আমাদের প্রিয় বন্ধু কবি আহমেদ কায়সার আজ সকাল সাড়ে ১০-টায় আমাদের সবাইকে ছেড়ে উড়োপাখির মত উড়ে গেলেন পারিজাতের বনে, না-ফেরার দেশে। তাঁর উল্লেখযোগ্য ছড়াগ্রন্থের মধ্যে আছে : ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু, মিকি মাউস, টম এন্ড জেরী, পাতার বাঁশী, পান চিবুনী বুড়ি, আমড়া কাঠের ঢেঁকি ইত্যাদি। এছাড়া কিশোর গল্প, স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ, সম্পাদনা - সবই আছে তাঁর সৃষ্টির ঝুলিতে। প্রসঙ্গত, কবি মহিউদ্দিন আকবর সম্পাদিত 'সৃষ্টি সুখের উল্লাসে' (কবির ৫১ বছরে পদার্পণে নিবেদিত গ্রন্থ) একটি মূল্যবান দলিল। ভারতবর্ষেরও বহু কবি-সাহিত্যিক এখানে তাঁকে সুন্দর মূল্যায়ন করেছেন। তিনি বেঁচে থাকবেন তাঁর কাজের মাঝে। তাঁকে অন্তরের শ্রদ্ধা জানাই।
বাংলা সাহিত্য - অনলাইন বাংলা ম্যাগাজিন